বৃক্ষ রোপন
আমরা সেই স্থানে বিশুদ্ধ মুক্ত বাতাস পাই, যেখানে গাছপালার পরিমাণ বেশি থাকে। একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনাঞ্চল প্রয়োজন হলেও আমাদের দেশে এর মাত্রা কম। যে কারণে দেশের জলবায়ু দ্রুত পরিবর্তনে মুখ্য বিষয় হিসেবে কাজ করে এই বিষয়টি। আমরা দেশের জলবায়ু স্বাভাবিক রাখতে ও মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়ার লক্ষ্যে প্রতি বছর কয়েক হাজার করে গাছ লাগিয়ে আসছি। নতুন বিদ্যালয় প্রাঙ্গন, রাস্তাঘাট, খোলা জায়গা ইত্যাদি স্থানে আমরা গাছ লাগিয়ে থাকি। এছাড়া মানুষের বাড়িতে গাছ লাগানোর জন্য আমরা ফ্রিতে ফল ও কাঠ গাছ বিতরণ করি।
আমরা চাই "বাংলাদেশ সবুজ শ্যামলের দেশ" এই কথাটা সবসময়ের জন্য ধরে রাখতে। আমরা আরো চাই পরবর্তী প্রজন্ম যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে প্রাণভরে।
আমরা চাই "বাংলাদেশ সবুজ শ্যামলের দেশ" এই কথাটা সবসময়ের জন্য ধরে রাখতে। আমরা আরো চাই পরবর্তী প্রজন্ম যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে প্রাণভরে।