আপনঘর ক্যান্সার শেল্টার হোম
'আপনঘর ক্যান্সার শেল্টার হোম ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীদের জন্য বিশেষ সেবা প্রদান করছে। ঢাকার বাইরে থেকে ক্যান্সার এ আক্রান্ত অনেক গরিব ও অসহায় বাচ্চারা আসে যাদের থাকার কোনো জায়গা থাকে না। কেমোথেরাপি দিতে তাদের ৪-৫ দিন সময় লাগে এমনকি তা সপ্তাহ পার হয়ে যায় অনেক সময় । উপায় না পেয়ে হাসপাতালের বারান্দা কিংবা ওয়ার্ড এর সামনে তারা অসুস্থ ক্যান্সার এ আক্রান্ত শিশুকে নিয়ে রাত্রিযাপন করে। এই মানবেতর বিষয়টি প্রতক্ষ করে এমন অসহায় পরিবারদের জন্য এই ক্যান্সার শেল্টার হোম প্রকল্প চালু করা হয় যেখানে তারা সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাবার সুবিধা পাচ্ছে । ক্যান্সার চিকিৎসা যেমন ব্যয়বহুল তেমনি সময়সাপেক্ষ, তাই এসব অসহায় রোগী এবং তাদের পরিবার যেন আর্থিক চাপে না পড়ে এবং চিকিৎসা চলাকালীন সময়ে নিরাপদে থাকতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
আমাদের ক্যান্সার শেল্টার হোম এ রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত থাকার ব্যবস্থা, নিয়মিত খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সহায়তার সুবিধা রাখা হয়েছে। আমরা নিয়মিতভাবে এই শেল্টার হোমে সেবা প্রদান করি এবং রোগীদের মানসিকভাবে সাহস জোগানোর চেষ্টা করা হয় ও রোগীদের সঠিক পরামর্শ প্রদান করা হয়।