কভিড ১৯ প্রতিরোধ
2020 সালে বাংলাদেশের করোনার প্রকোপ শুরু হলে আমরা সাথে সাথে এটি প্রতিরোধে কাজ শুরু করি যা এখন পর্যন্ত চলমান। করণা প্রতিরোধের মূল হাতিয়ার হলো সচেতনতা। সেই সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আমরা অল্প শিক্ষিত মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের করণা সম্পর্কে বুঝানোর চেষ্টা করছি ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
-
করণা প্রকোপে আমাদের কাজের সারমর্ম:
- ▶ ৪০০০০+ ফ্রি মাস্ক বিতরণ
- ▶ ১০০০০+ পরিবারকে ত্রাণ বিতরণ
- ▶ লঞ্চ ঘাট, বাস স্টেশন, ট্রেন স্টেশনে প্রতিদিন 300+ লিটার জীবাণুনাশক স্প্রে করা
- ▶ ২০০০০ জনকে হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ
- ▶ পুলিশ ভাইদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ।
- ▶ দম্পতির জন্য আলাদা রুমের ব্যবস্থা
- ▶ পথশিশু, ছিন্নমূল, অসহায় মানুষকে প্রতিদিন খাবার প্রদান