যাকাত কি ?
যাকাত একটি ইসলামিক শব্দ। যার অর্থ পবিত্র করা, পরিশুদ্ধ করা বা প্রবৃদ্ধি দান করা। মুসলমানদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা তার বেশি সম্পদ থাকলে সেই সম্পদের উপর নির্দিষ্ট হারে একটি অংশ সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষদের মাঝে বন্টন করতে হয়। মূলত সমাজে ধনী-গরীব ভেদাভেদ দূর করার একটি ইসলামিক বিষয় হল এই যাকাত।
কিভাবে আমরা যাকাত ফান্ড ব্যবস্থাপনা করি?
আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে যাকাত তহবিল গ্রহণ করি ও তা শতভাগ মুসলমান দরিদ্র অসহায় মানুষের মাঝে কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হয়। সমাজে পিছিয়ে পড়া গরীব, অসহায় মানুষদের স্বনির্ভর করা হয় এই তহবিলের মাধ্যমে। গবাদিপশু, ভ্যান, রিক্সা, নৌকা, ছোট ব্যবসা, সেলাই মেশিন ইত্যাদির মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারকে স্বনির্ভরকরা হয় এই প্রজেক্ট এর মাধ্যমে।
যাকাত তহবিল ইসলামিক স্কলারদের দিক নির্দেশনা মোতাবেক 100% মুসলমানদের জন্য ব্যবহার করা হয়।